হোক পরিচ্ছন্ন পরিবেশ, দূষণমুক্ত বাংলাদেশ
নদী মাতা যাহার, বাড়াও সৌন্দর্য তাঁহার।
নানান রঙে সজ্জ্বিত মায়ের বিসর্জনে;
ভাসানো চুলের গোছায় ফুলের সমর্পণে।
ধর্মের নামে কতটা মনে রয় সে কাহানার গল্প,
সুদূরে বয়ে যাওয়া দূষনের প্রভাব নয়তো অল্প।
কতদিন রয় সেই স্মৃতির আভাস সুবাস- জানিনা;
শুধু জানি, পানি দূষন আমার নদীমাতা মানেনা।
এমনকি গঙ্গার পানিতেও প্রতিমা বিসর্জন নিষেধ;
মোদির মত গোড়া ধার্মিক দেয় জরিমানার আদেশ
তবে কেন কাদঁবে আমার পদ্মা মেঘনা যমুনা
পরিবেশ রক্ষায় নদীদূষনে দেশেও করো জরিমানা
আমরা যে কোথায় আটকেছি
সে সমস্যার না হলে সমাধান;
দূর্নীতিমুক্ত সুনীতির হবে না গড়া
গ্লোবাল উন্নতির সোপান!
উল্কার পাশে পাথরের মতন জন্মে,
হয় কি উন্নতি জীবিত হবার ভ্রমে?
এলোচুল বিছিয়ে সেজদা বা পূজায়
আনন্দ কি পাও আবেশিত প্রফুল্লতায়?
আটকেছি মোরা আত্ম জালে
আলকেমিষ্টের সেই রুটি দোকানদারের মতন
তাই মনোঃডিজিটাইজেশনে হয়না পৃথিবী ভ্রমন!