পাহাড় সমান ঢেউয়ের বুকে ভেসে বেড়াই কেমন
প্রবাল দ্বীপের বিশাল জলরাশিতে হারালো এ মন,
নীল আকাশ যেন মিশে প্রান্ত ঘেষে জল
ঝিনুক মাঝে মুক্তো খুজেঁ মিটাই মনের অনল।
বালুচরের ঢেউগুলো যে ভাসায় সে অমূল্য রতন
অনেকেই গাথেঁ মুক্তোমালা করে অনেক যতন।
কি আশ্চর্য এই পরিপূরক সমাপতন;
ঝিনুক মাঝে মুক্তো আর নীলাকাশ মাঝে মেঘ;
গোধূলী উপহার দেয় বিচিত্র রঙ্গীণ আবেগ,
সাদাকালো লাল নীল প্রেমের কিছু অমরাতীর্থ
কখনও আনন্দ কখনও রোদন ভরা স্নিগ্ধ বসন্ত,
কবিতার মাঝে তাই ভাব ও ভাবনা হয় আত্মগত।
জলের মতন তরল সরল গরল এ মন
সক্রিয় আগ্নেয়গিরি জ্বালামুখে করে উদ্গীরণ;
জলবাদ্য বাজায় এস্রাজের জল তরঙ্গে
কেপেঁ ওঠে এ বিশ্বস্ত আঙ্গুল,
শঙ্খশিল্পীর স্বরলিপিতে যেন ঝিনুকের মুক্তো বা
শঙ্খমাঝে জাগে তৃষ্ণার্ত ভঙ্গুর হৃদয়!