সন্ধান
আপনজনের জীবন্ত লাশের
অনিশ্চয়তায় অর্জিত এ সাতকাহনে,
রক্তাক্ত গোধূলিতে বুকের ভেতরে কৃষ্ণপক্ষ
আর মগজে কোষের রক্তাপ্লুত দগ্ধ জীবন।
যৌথ ভালোলাগায় প্রেম হয়,
যৌথ স্বপ্নে, তীব্র যৌথ আবেগে।
আজন্মসাধনধন দোঁহার হৃদয়
যেন দোঁহে করে পান,
গৃহ ছেড়ে কেন নিরুদ্দেশে ভাসে,
পায়না কেউ তার সন্ধান।।