শব্দার্শি

কবি না জাগলে মরে শব্দকূহর,
জাগেনা ঘুমহীন অতন্ত্র প্রহর!

কখনো কবিকে দেখেছো কি
কবিতার জন্যে জাগতে?
নিস্বার্থ শব্দের প্রয়োজনে  
হয়তো কখনো কবিরা হয় স্থির,
আবার কখনো কখনো শব্দরাও
কবিকে জাগাতে পারে।

যে কবিতায় থাকে মানুষের কথা,
থাকে দিকহারা পথিকের কথা;
মানুষের অধিকার পদানত করে
যেখানে সর্বদা গ্রাসে সভ্যতার দানব,
কবি সেখানে ব্যাকুল শব্দার্শিতে
তুলে ধরে হিংস্র দানবের তাণ্ডব!

রুদ্র আগুনে পোড়া জনতার
শূন্যখাতায় জমে শব্দের মিছিল,
বিরামহীন ঘড়ির টিকটিক শব্দে,
জ্যোৎস্নায় ভাসেনা কবি স্বর্গসুধায়;
জাগে অপেক্ষার প্রহর গুনে,
আর, সাজায় স্বপ্ন, নতুর দিনের।।