কৃষ্ণচূড়ার চাওয়া ফাগুন
মনে লাগায় অনাবিল ঝংকার
শুকনো হৃদয় প্রান্তরে যেন
শিশির ছোয়াঁয় অলংকার
নিষেধ মানেনা হৃদয় নিশি দিবা
পোড়ামনটা ভয় পেয়ে দেয় বাধাঁ
আমার কান্না সেকি তোমার নয়
কালের হিসেব যে অবহেলার সঞ্চয়
প্রেম যদি হয় এত ব্যাথার সুধা
মেটেনা কেন তবে হৃদয়ের ক্ষুধা?
যদি সবার ছাদ হয় এক আকাশ
প্রানের সঞ্চার করে নির্মল বাতাস,
তবে বন্ধ হৃদয়ের হঠাও অন্ধকার
অভিমান ভূলে জানাও রাঙা সুপ্রভাত।
কালের বিবর্তনে অরন্যে রোদনের বসন্ত
পলাশ কৃষ্ণচূড়ার আগমনে হয় শান্ত।