শীত বসন্তের বৃষ্টি
তুমি ভালো আছো বলে,
শুকনো পাতারা নড়ে উঠে
বসন্ত বার বার আসে;
বাতাসে আনন্দের গন্ধ ভাসে,
মেঘ বার্তা বয়..
অসময়ে বৃষ্টিও হয়!
দেখেছো কি কখনও
বসন্তের সোনালী হিমেল বৃষ্টি?
যেখানে একরাশ আনন্দ-বেদনার
অনবদ্য মোহময় জগত সৃষ্টি!
তুমি ভালো আছো, সবই আছে;
তুমি না থাকলে তো কিছুই থাকতো না।
না আমি, না জগৎ সংসার!
ভালোবেসে বেঁচে থাকো কোনো নীড়ে,
হয়তো কোনো দ্বীপ বা প্রেম নদী যমুনা তীরে।
বসন্তে ভাসো তুমি স্বর্গ সুখাবিরামে;
শীতের বৃষ্টিতে ঘুমাই আরাম-বিরামে!
বার্তাবাহকের স্বর্গসুখ রয় ক্ষণকাল,
মনগহীণে বঞ্চনা সয় সকাল বিকাল,
নাহয সুদূরে বাজাক চরণ তোমার;
সর্বহারাদের মাঝে বাচাঁর ঝংকার।।
দুখের সিংহাসনে বসে বাজাও
সুখের সানাই,
নড়ে ওঠে শীতের শুকনো পাতায়
বসন্তের রোশনাই।।