সাহসী হারের দায়
হেরে যাবার সাহস
সবার থাকে না।
হারতে হারতে ধীরে ধীরে
একসময় আমি
সাহসী হয়ে উঠছি,
হেরে যেতে আর ভয় পাই না...
নত হবার ক্ষত সয়ে
বাচেঁ ক'জন?
আমার তো নত হবার
সাহসও অনেকটাই হয়েছে...
সয়ে যায় একসময়
সকল অসম্মান!
যদিও বলতে
শ্রেণীহীন বৈষম্যে সমাজ গড়বে..
কিন্তু তুমিই উল্টো ডুবে পালালে
সামন্ত তান্ত্রিকতায়!
কি আজব লীলা খেলা!!
অসম্মানে বাচাঁর কষ্টটা
কখনও বুঝলে না ..
কিসের অহংকারে
অন্যকে অসম্মানে,
বহাল তবিয়তে বাচোঁ;
আমি জানি না।
পালিয়ে বাঁচো?
যে দেশ কাল পাত্র
তোমার সমস্যা বুঝে যায়,
আজকাল তুমি তাদের
ছায়াও মারাও না!
অনেকটা উট পাখীর মাথা
মাটির গর্তে লুকিয়ে রাখার মতন;
মনে করে কেউ দেখছে না!
মাঝে মাঝেই মনে হয়
শুধু বিত্ত বৈভব আর
পারিবারিক আস্কারাতেই
তুমি অমন নস্ট হয়ে গেলে...
আর কতকাল সমস্যা এড়িয়ে
পালিয়ে থাকবে গো?
জীবন যে হাফ সেন্চুরী প্রায়!
নির্মল স্বস্তির ভোর অথবা
নির্ঘুম কোনো রাতের শান্তি,
কখনও যে হেরে গিয়ে,
নত হয়ে বা মেনে নিয়েও পাই না!
অথচ তোমার উপর
দায়িত্ব ছিলো
পরবর্তী প্রজন্মের..
কি শেখালে তুমি তাদের!
আমিই বা কি শিখালাম!
সমস্যা সমাধান না করে
পালিয়ে বেড়ানো?
হেরে যাওয়া?
নত হয়ে অসম্মানে
বেচেঁ থাকা?
কেমন করে
মাথা উচুঁ করে বাচঁতে হয়
তারা তো বুঝলো ই না!
এ দায় আমরা রাখবো কোথায়?
ভেবেছো কি?