স্বাধীন অস্বস্তি
তোমার মহা সমুদ্রে
আমি ছোট্ট এক দাগ,
আমার বঙ্গোপসাগরে তুমি
ছিলে প্রাণের মূলভাব!
একটাই জীবন,
একবারই মরণ;
এ কেমন ব্যথাতুর
বিলুপ্ত মনের গহীণ!
অযাচিথ যন্ত্রণায়
নিঃশেষ হতে চাই না,
চাইনা এমন হতে
ক্ষয়ে ক্ষয়ে বিলীণ।
যদি মরার আগে
একদিনও মানুষত্বে
অনুশোচনা করতে,
তবে সব কলরব আর
বন্চনা মানা যেতো।
বলো তো,
হৃদয় আদালতে
কোনো দায় না নিয়ে,
দায়ীর পলায়নে
দগ্ধতা বাড়ে না কমে?