শেষ বিকেলের আলো
কখনও ভেবেছো কি
খেলার স্কোরের মতন
টিভিতে প্রতিদিন দেখবে
মানুষের মৃত্যুস্কোর?
একসময় আড়াইটা বাজলে
পরিবার পরিজন আর কেউ
বসবেনা টিভির সামনে
মৃত্যুস্কোর জানতে!
করোনা ধীরে ধীরে
কেড়ে নিয়েছে মানুষের
সুর -তাল- লয় -ছন্দ
কেড়ে নিয়েছে মানবিক
অনুভূতির ভালোমন্দ।
কোথাও যেন
নেই নিদেন সহানুভূতি;
দিচ্ছে সব দেশ কাল
জাতি আত্মাহুতি!
নিজের জীবন ছাড়া অন্যথায়
পড়ে না তার প্রতিবিম্ব;
সিগেরেটের আগুন যেমন
সম্মুখে এগোয় জলন্ত
নেপথ্যে পড়ে থাকে ছাই ভস্ম;
অমানবিকতা যেথায় সর্বগ্রাসী
নিঃসঙ্গতা তেমনই সর্বনাশী।
লকডাউনের শীতনিদ্রা শেষে
ধরাতলে জীবন বয়
এক প্রার্থনার আবেশে;
মহামারীতে অবহেলিত
মানব হয় তিরস্কৃত,
রেডজোন, ইয়েলো জোন
হয় ক্রমান্বয়ে বহিস্কৃত।
শেষ বিকেলে আমরা করি
বেলাশেষের আফসোস,
আর কতদিন পার হলে
নিশ্চিন্ত হব মনোরথ?