সাহসী স্বপ্ন

কোনো দীপ্তিহীন সন্ধ্যা
অথবা অমাবস্যার সন্ধ্যায়,
বুকের ভেতরে শুধু না-লেখা
সব পদ্যেরা যখন করে হাহাকার;

বসন্তের শেষ চৈত্রের বেলায়
বাতাস যে আঁচলে করে খেলা,
অপেক্ষারা পরজিত হয় শূণ্যতায়
সাহসী স্বপ্ন খেলে চোখের পাতায়!

হাজার দীঘির জল জমে
স্মৃতির সাত-সুমুদ্র অতলে,
শিউলী বা বকুলের সুগন্ধীতে;
কাশফুল ছোঁয়ার নরম প্রাতে!