রণতূর্য
স্মৃতি রেখে গেছো চলে
দূরে বহুবার,
জানিনা মৃত্যু নাকি
জীবন ক্ষমা করেছে
মোরে বারবার।
ডুবে যেতে যেতে বেচেঁছি
কোনো ডাল আকড়ে
বৃক্ষের পরিচয় ফলে হলেও
ভিত্তি কিন্তু শিকড়ে!
বয়েছি এ পথ সুদূর,
বৃক্ষহীণ ছায়ায় ঢেকেছি
যে কড়া রোদ্দুর..
সে তো তুমি নও
আর যেই হোক!
যদিও ছায়া কখনও
পিছু ছাড়ে না..
আলো ছাড়া ছায়া
দেখাও যায় না।
তবে কি তুমিই সেই
মেঘের আড়ালে
লুকোনো সূর্য?
ঝড়ে উপড়ানো
উৎপীড়নের
বিধ্বংশী রণতূর্য!