অমর কাব্য তোমরা লিখো বন্ধু
যারা আছো সুখে,
বড় কথা আর ভাব আসে নাকো
আছি বড় দুখে।
অত্যাচারীর ইতিহাস কথা
সুখের পাতায় লিখবে না,
বিপ্লবের ঐ চিতার আগুন
কোনো দিনই নিভবে না।
হে মহাবিশ্বের কান্ডারী
জেগে ওঠো আরেকটিবার,
তোমার তরীর যাত্রীকে করো
রাত্রি নিশিতে হুশিয়ার।
সংশপ্তক সেই সৈনিক
যে বিবর্ণ দহনে
ব্যর্থ জীবন যাপিতে
হয়না যেন ভবেতে।
দেরীতে হলেও বুঝেছি জীবনের
লক্ষ্য ও সাধনা,
ভুলের দ্বারা শিখেছি যে
সঠিক আরাধনা।
প্রার্থনা করি যারা কেড়ে খায়
অন্যের মুখের গ্রাস
যেন লেখা হয় তোমার রক্ত লেখায়
তাদের সর্বনাশ।।