হয়তো এ জনমে দেখা হবে কি না হবে?
এসো মিলি তবে আপোষের খেলায় ভবে।
থেমে থেমে ঝড়ের প্রকোপে ঝড়া বৃষ্টি
এ ধরায় করুক না কোনো অমোঘ সৃষ্টি!
আমরা তো বুঝি পেয়ে হারানোর বেদনা
নাহয় খুজেঁ নেবো সুখ দুখেের সমবেদনা।
চোখে চোখ রেখে দেয়া প্রতিশ্রুতির কথা
বাকী সময় কেটে যাবে দিনক্ষন যথা তথা।
হৃদয়ের শোভায় রঙধনুর রঙে রাঙানো বাহার
সূর্য প্রভায় মোরা গড়ে নেব আরাধ্য চাদেঁর পাহাড়।
আশা ভালোবাসায় যে ওয়াদা থাকবে,
প্রত্যাশার ভাবনায় সে হৃদয় মন জাগবে!