ঋণশোধ
স্বেচ্ছায় করলে অন্ধত্ব বরণ..
দেখোনি মায়ের চোখের জল
বা পিতার জন্য সন্তানের হাহাকার..
অদৃশ্য স্বত্তা কি তার করবে বিচার?
নিয়ম ভাঙ্গার নেই সাহস
তাই ভাঙ্গিনি নিয়ম।
কিন্ত আজ নেই বলে,
কাল হবে না তা কি নিশ্চয়?
যা আমার কাছে সঠিক
সত্য ও সুন্দর মানদন্ড,
তা সকল অসংগতির
বাঁধা ঠেলে চলমান।
দহণ যাত্রা কালে
চলে সব মুর্খের বিলাপ;
দৈনতার কড়াল ছোবলে,
জীবন শোনেনা সংলাপ।
পারবে কি ফিরিয়ে দিতে
সেই হৃত গৌরব,
মুহূর্ত প্রেমের মাঝে
যেন বিষাদের অকাল সৌরভ!
ফিরবে না কোনোদিন
সেই সোনালী দিন,
স্বর্গ পতনের যে বঞ্চনা,
কে শুধিবে সে ঋণ?