লোভের সাগর থেকে যদি করো উত্তরন
লেলিহান ক্রোধ যদি পারো দিতে বিসর্জন,
কাঙালের মত সুখ খুঁজে বৃথা করো কালক্ষয়
তবে দ্বিধাহীস নিপীরনে আর সুখ খুঁজো না।
নিয়তির আবরনে ঢেকে রাখা ডুমুরের সুখ
পেতে হলে দূরীভূত করো মানুষের দুখ।
অহর্নিশ চেতনা পরিপন্হী অমোঘ আস্ফালন
কেন অনিমেষ মানো দোষীর সাতকাহন?
বিবর্ণ চোখের নাগরিক ঘৃনা
চোখের আড়াল হয় রাতজাগা
বাচাঁর তরে যে দ্বিধার অভিযোজন
এ সমাজে ঢাকতে পারে ক'জন?
এখনও চোখের কোনে আসে আত্মশোক
তব বন্ধু ক্ষমা কর মোর হৃদয়ের অনুরণন।।