হৃদয় গহন দ্বার
ভালোবাসার অপরাধে
প্রেমিক জনম জনম কাদেঁ
আখিঁ বারি আখিঁতেই থাকে,
থাকে ব্যথা হৃদয়ে।
নিজের বোকামী বুঝতে পেরে
কারো দুঃখ হয়,কারো পায় হাসি
মাঝে মাঝেই বৃষ্টি নামে
একঘেয়ে কান্নার সুরে
জীবনের কিছু প্রশ্নের
কখনও উত্তর মেলে না
কিছু কষ্ট কাউকে বলা যায় না।
প্রত্যাশাই হয়তো দুঃখের কারন,
তাই তাও আর করি না
আপণ হৃদয় গহন দ্বারে
কান পেতে দেখি
আমার নাহয় জুতা নাই
কিন্তু তার যে পা ই নাই!
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় :
মনুষত্বের মৃত্যু।
অন্তত; আমি তাই বিশ্বাস করি।
আমার তো কাউকে
দুঃখ দেবার কথা ছিল না...
তাই এমন ভাবে তাই পা ফেলতে চাই,
যেন মাটির বুকেও আঘাত না লাগে।
কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালোবাসে?