ঘাস যেমন শিশিরে মেটায় তৃষ্ণা
অতৃপ্ত আত্মা খোঁজে বিচার মিথ্যার।
দেখেছো কি কভূ
বুকের গভীরে হিমালয় পাহাড়?
মুগ্ধতা তৃপ্ততা যেমন
হৃদয়ে চাহিদার আহার।
আবেগ বা দীর্ঘশ্ব্সের আঘাত,
সুনিবিড় বন্ধনে বাধায় সংঘাত,
ক্রন্দনের প্লাবনে তিলে তিলে
সম্পর্ক যে গতিপথ বদলায় ;
নিঃশব্দের ভাঙ্গন বিজলী হয়ে চমকায়!
উগ্রতার অনলে নম্রতা
জ্বলে পুরে যায়;
শূণ্যতা বাড়ে অবহেলায়
পূর্ণতা পায় ভালোবাসায়।