গুরুত্ব কমলে বাড়ে দূরত্ব,আশাতে ভালোবাসা
ভাবনায় মেলে যে অস্তিত্ব,স্বপনে পায় সে রহস্য।
ঘনকালো কেশে বাসা বাধেঁ দূরের পরিযায়ী
সুখের অরন্যে তুমি যেন আজ দুখের অতিথি।
বিশাল মরুতে নেই কোনো বটের ছায়া,
কোনো মহীরুহের করিনা আশা দয়ার।
হৃদয় হেরায় আসেনা কোনো ওহী,
পূনঃযাত্রার প্রারম্ভে মুখোমুখি আরোহী।
জলছবিতে রঙ মেলানোর আবিরের আমীর,
আকর দিয়ে গড়া সৌধে নয় যন্ত্রনায় স্হবির।।
সুখের সিংহাসনে বসে করো দুখের বিচার,
পূর্ণভাবে বুঝবে কি আর জীবনবোধের অনাচার!