প্রশ্নোত্তর
মহান বৃক্ষের কাছে
মানুষ একদা প্রশ্ন করেছিলো,
কতটা গভীর হলে,
নিরন্তর বেগবান নদী হয়,
তার মাপ জানো কি?
কতটা আগুন লাগলে,
নিখিল দহন পুড়ে পরিশুদ্ধ হয়?
কতটা ত্যাগে শুদ্ধ মনুষ্য মন?
জানো কি তার পরিমান?
একদা সুধালো কোন এক
ক্ষুধিত পাহাড়,
মানুষের কাছেও যে
একই প্রশ্ন তার!
বিষন্নতায় নিঃসীম শূন্যতা
ক'জন পারে করতে অনুভব?
যেন অপরাজিতার মত
নীল থেকে আরো নীল হয়ে
কোনো এক বিলীন গর্জন।।
যেথায় একদা শঙ্খমালা,
মনিমালার কাকঁন বাজতো,
আজ সেথায়
শান্ত-স্তব্ধ শীতল শ্মশান।
বন্ধু আমার!
মনুষ্য অভিজ্ঞতায় পেলে কি
বৃক্ষ, পাহাড়, নদী সবার উত্তর?
তাদের তো নেই তোমার মতন
শুদ্ধ বা অশুদ্ধ মন!