প্রশ্নহীন উত্তর
সকল উত্তরের বুকে
জাগে না কোন প্রশ্ন!
মানবতাকে পায়ে ঠেলেও
যখন ভালবাসা রয় উষ্ণ!
যদি গল্প তোমার প্রিয় হয়,
রেখো তার শেষাংশে,
যদি কবিতা প্রিয় হয়,
রেখো ছন্দ করে।
যদি হারিয়ে যাওয়া প্রিয় হয়,
তবে গোধূলি জুড়ে থেকো।
যদি সমুদ্র তোমার প্রিয় হয়,
ভেজা বালিতে রেখো।
যদি ভালোবাসতে না পারো,
তবে ঘৃনায় রেখো।
তবুও আমার থেকো,
তবুও তুমি আমার থেকো।