বাজায়ে প্রেম বাশঁরী এ হৃদয়ে মম
কেন তুমি চলে গেলে কুহেলিকা সম
তারারা সব হারায়ে পূর্ব রবির আলোয় দিশেহারা
হারায়ে তোমায় আমি হৃদয় অন্তস্হলে বাকহারা

অশ্রু সিক্ত নয়নে রিক্ত হস্তে বিষন্ন প্রানে মলিন বদনে;
মানবিকতা বিপন্নতায় বিলীণ অস্তিত্বে আত্মঘাতি আক্রমনে;
হুঙ্কার ছাড়ে সম্পদশালী দেয় দীক্ষা কানুন জলান্জলী;
ফিনিক্স পাখীর মত বেচেঁও অমৃত অতীত পায় শ্রদ্ধান্জলী।

জন্ম জন্মান্তরে তোমার নেশার গ্রাসে আমি ক্লান্ত শ্রান্ত;
পাখীর কলতানে তোমার পদশব্দ শোনায় এ জীবন ব্যর্থ।
তবুও ফিনিক্স পাখীর জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে;
সবুজ ঘাসের স্বপ্ন ও বাস্তবের চাষ এ হৃদয় মন্দিরার উঠোনে।
রাতের অশ্রু যেন শিশিরের মুক্তোর চাদরে হয়ে যায় একত্র;
গড়পড়তা জীবনে পানকৌড়ির অবিরাম ডুব সাতাঁর সর্বত্র।

বসন্তের পলাশ শিমূল মিশে যায়
গ্রীস্মের কৃষ্ণচূড়া জারুল সোনালুর প্রকৃতিতে;
তোমায় ভুলে যেন বেদনা রুপান্তরিত হয়
বহমান আনন্দের স্বর্নালী গতিতে...