প্রকৃতির বিচার
আসলে এ পৃথিবীতে,
প্রকৃতির বিচার কিছু নেই
প্রয়োজনে মানুষ হয় অমানুষ!
যারা এনেছে কপালের সুখ
তারা যত অন্যায়ই করুক,
দিনশেষে ভালো ও সুখে থাকে!
যারা কপালে এনেছে দুঃখ,
যতই পুণ্য কাজ করুক;
তারা বারবার ঠকে ও কষ্ট পায়।
'লড়াই লড়াই লড়াই চাই..
লড়াই করেই বাচতে চাই'
যারা মিছিলে এ স্লোগান দেয়,
তারা মেনি বেড়ালের মতন নিশ্চুপ;
নিদারুন প্রতিবাদহীন তাদের জীবন!
পৃথিবীতে প্রকৃতির বিচার কিছু নেই,
তাই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
নিপা ফারহানা
২৬শে মার্চ'২০২৩