প্রদীপের প্রাণ
বেদনার মহাসাগরেও
শূণ্যপদ্ম ফোটে।
সেথায় সন্ধানে না কেউ
অতল সাগরের ঢেউ!
শূণ্য হৃদয়ে
পদ্মের ছেড়া তাণ,
হয় বনের পাখীর
গান অবসান!
লহরের পরে
লহর কালোয়,
প্রহর শেষে
দিনের আলোয়;
নিলাভ্র নীল
নিদ্রাহরিত মননে,
সজল কাজল
চোখের গগনে;
জোছনায় যার বিকাশ,
সে বোঝে না কভূ
প্রদ্বীপের পোড়া প্রাণ!