এক শূণ্য আকাশ
মহাশূন্যে তার বাস।
এক মনে কত অন্ধকার
কেন আলো খুজিঁ বারবার?
মুক্তিপ্রবণ হাওয়া
তোমার চলে যাওয়া..
আমি তো চাইনি অসীম
মুক্তির বেদনা..
যদি ফিরতে তোমার বাধেঁ আত্মসম্মানে
তবে এসো অন্যকোনো অবয়বে
নাহয় জীবনের ঘাত প্রতিঘাতে
কোনো স্তব্ধ দুপুরে বা বিনিদ্র অমানিশাতে
কালবৈশাখী বা খরস্রোতা নদীতে
খুজেঁ নিও তোমার উপাসনা পুন্পক
মেঘ যেখানে হয় বৃষ্টির রুপক!
পূনঃযাত্রার পূর্বে নবজন্মে নাহয়
আমাদের আবার হবে বিবর্তন
সব যোগ্যতার হয় কি উদবর্তন?
তখন হবে নব্য প্রেমের প্রবর্তন
পৃথিবী রচবে জন্মান্তরের আবর্তন।।