প্রবোধ

বুঝে নিও,
যখন বিধাতার কাছেই
তাঁর বিচার চাই,
তখন দেয়ালের পীঠে
কতটা উপায়হীন প্রার্থনারত!

যদি একাকী বিশ্বাস ভাঙ্গে
তখন ভালো কিছু
ভাবতে ভয়,
সবতাতেই অমঙ্গলের
আশঙ্কা রয়।

বন্ধু দেশ সমাজ পরিবার
কোনটা কম্প্রিহেনসিভ?
বন্ধুরা ভুল বুঝে বলে
কেনো নই পজেটিভ?

যদিও চাইনা নেগেটিভ হই,
কিন্তু সে পরিবেশ কই?

পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে
তুমি কতটা জানো?
যতই তার ট্রেনিং তুমি
প্রবাস থেকে আনো!

বিশ্বাস তো আর
আকাশে রয়না যথাতথা,
ধর্মীয় অন্ধবিশ্বাস তো
মানুষেরই চাপানো কথা!

ন্যায়ের তরে বিহ্বল পৃথিবী
ঘরে বাইরে কম্পিত
বন্দী শিবিরে আপোষহীনতা
আজ রক্তাক্ত স্তম্ভিত!