কাগজের সে কি শক্তি!
পর কে করে আপন আর
আপনকে দেয় মুক্তি।
মনের সেথায় নেই তব ভক্তি।।
আপন জনেরা কতটা আপন?
জীবদ্দশায় পোড়ায় হৃদয়কে
আর মৃত্যুর পরে দেহকে!
মানুষের মাঝে কেউ খুজেঁ না স্বর্গ নরক
করে পাপের প্রায়শ্চিত্তে বিধাতায় অন্বেষণ।
অন্যায় করে জমিয়ে টাকা
নিজেকে প্রবাহমান দানশীল হাঁকা
মসজিদ মাদ্রাসায় দানে কি ভাব
বছর বছর হজ্জ্বে কমে কি পাপ?
ইসলাম বা শান্তি এতই কি সস্তা?
ন্যায়কে করে যে হেনস্তা
নিম্চয়ই তার হবে যথাব্যবস্হা
ঘুচে যাবে তাবৎ অসুস্হতা।।