স্বাধীনতার যে সুখ মানুষের অদম্য কামনা
একা থাকা তবে শাপেবর, এড়িয়ে সব যাতনা
উকিঁ ঝুকি মারে শত দ্বিচারিনী সাহসহীন মন
ব্যর্থ প্রেমের শিক্ষা আমায় এগোতে করে বারণ।
একাকী মানুষ নিজেকে নিজের ভেতর খনন করে
খুজেঁ পাওয়া আনন্দ বা বেদনা বিশ্লেষন করে
ধনাত্মক বা ঋণাত্মক যে পাল্লাতেই মাপি না কেন
তাকে বাদ দিয়ে এ জীবন ভাবতে পারিনা যেন
স্বর্ণালী সামান্য সুখের মুহূর্তটা যে শুধুই তুমি
কেমন করে ছুড়ে দিলে তা জানে অন্তর্যার্মী!
প্রতিশ্রুতি যখন নাটাই বিহীণ ঘুড়ির মতন হারায়
অবাক দুখে সে কারন খুজিঁ মন যখন নাড়ায়
লোভী স্বার্থপর আগ্রাসনে ডুবে প্রতিশ্রুতি আশ্বাস
একাকী ভালোবাসা খুজেঁ হৃদয়ে হৃদয়ের বিশ্বাস
পিতা বা মাতার ভালোবাসা হাড়ায় শিশু নিস্পাপ
স্বার্থপর লোভ অর্জিত মানবতা অসন্মানের পাপ।
ভেবেছিলাম জীবন মানে খুশী একচিলতে রোদ্দুর
আজ সে সুখ ও আনন্দ যেন বহু যোজন দূর
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
বিশ্বাস হারানো প্রতিশ্রুতির এক নির্যাতিত প্রেমে।