আমারো একটা দুঃখের গল্প আছে, শুনবে তুমি? শুনবে আমার কাছে
আমারো একটা ছোট্র নদী আছে, স্বপ্ন ফোটায় নিদ্রাভূক মাছে
আমারো একটা প্রেম কাহিনী আছে, শুনতে চাও? কখনও এসো কাছে।
প্রেম নদী যমুনা কতই না অপরুপা
কিন্তু ক'জন অনুভব করে তার খরস্রোতা?
মাঝি হয়ে জীবন দরিয়ায় স্বপ্নতরীর সাথে ক'জনের সমঝোতা?
আমারও হয়নি সে অপরুপা খরস্রোতার সাথে সমঝোতা
নদীর একূল ভেঙ্গে ওকূল গড়ে নতুন প্রবাহ বহমাণ
পুরোনো তীরে ফেরেনা কোনো নদীর সন্চালণ।
আত্মস্বত্তা তাই দিশেহারা স্বপ্নতরীর সর্বনাশে
তবুও যমুনা তীরেই সবাই ভীড়ে তাজমহলের দর্শণে
ক'জন জানে তাজমহলের হত্যাযজ্ঞের বিনির্মাণে
কত শবদেহের শ্মশাণের ভস্মবর্হ্নি জ্বলে
কার লাগি এ প্রেমের সমাধি; যেথায় ছিলনা মানবতা
বাস্তবে ঘেটেছি কত না কাব্য বোধোদয়
অনেকেই শোনেনি সে গল্প, কিভাবে মিলেছে গঙ্গা যমুনা আর হিমালয়।
গঙ্গা ভল্গা হোয়াংহো শুকালেও তৃতীয় মহাযুদ্ধ বাধেনি আমার প্রেমের ব্যর্থতায়
প্রশান্ত মহাসাগর তবুও গঙ্গা যমুনায় জোয়ার আনে।
প্রেমের স্বার্থকতা সেখানেই, যেহেতু বেচেঁ আমি মানবতার গল্পে মগ্ন
মৃত্যুই একমাত্র প্রেমের ব্যর্থতার স্বাদ বয়ে আনে,
তাজমহল নামক প্রেমের সমাধি আমার কাছে তাই একটি ব্যর্থ প্রেমের গল্প।