পথহারা

পথিক ই সৃষ্টি করে পথের
পথ হারায় পথভ্রষ্টের ।
ক’জন হয় জীবনের পথদ্রষ্টা?
সব নবকুমারের কি জোটে কপালকুন্ডলা?


জোনাকীর জ্বলা-নেভা দেখা
যেখানে দুরহ,
হুতুম পেঁচা বা বাদুড়ের
বিচরনও দুর্বিসহ;

সেই রোদেলা দুপুরে
সুদুরে হারালো দৃষ্টি।
পথভ্রষ্ট পথিকও করে
নতুন পথের সৃষ্টি ।

কিন্তু সে পথে সবাই
হয় না কলম্বাস,
বার বার ভুল পথে
মন হারায় আত্মবিশ্বাস।

পথ হারাবে বলে
পথে নামা পথিক,
সর্বদা সমস্যা মোকাবেলায়
পালিয়ে থাকে অহর্নিশ ।।