পরিপূরক


ঝিনুক মাঝে মুক্তো আর নীলাকাশে মেঘ;
গোধূলীর উপহার এক বিচিত্র রঙ্গীণ আবেগ।
বালুচরের ঢেউগুলো যে ভাসায় অমূল্য রতন,
অনেকেই গাঁথে মুক্তোমালা করে অনেক যতন।

মাগে সাদাকালো লাল নীল প্রেমের অমরাতীর্থ;
আশ্চর্য হয়ে দেখি এ পরিপূরক কৃতার্থ !
কখনও খুশী আনন্দ কখনও রোদন ভরা বসন্ত,
তব কবিতায় ভেসে এ ভাবের পাগল স্বাগত।

পাহাড় সমান ঢেউয়ের বুকে ভেসে বেড়াই কেমন;
প্রবাল দ্বীপের বিশাল জলে হারালো এ মন ।
নীল আকাশ যেন মিশে প্রান্ত ঘেষে জল,
ঝিনুক মাঝে মুক্তো খুজেঁ মিটাই মনের অনল।