পদ্মপুকুর

খরার বেলা বা অবেলায়,
দিব্যদৃষ্টিতে দেখেছি,
চোখের জলে জন্ম নেয়া
পদ্ম পুকুরে কেউ নাইতে আসেনা;
সকল জলেভাসা পদ্মরা নাকি
ফেরে নির্ধারিত সময়ে?

দাঁড়িয়ে থাকে নিয়তি;
যে এক পদ্মপাতার জল,
ঘড়ির কাটা,পারদের ওঠানামা,
যা ই বলো তারে,
আয়ুরেখা যে দোল খায়,
পেন্ডুলামের ভারে।

অনির্বচনীয় এ আয়ূতে,
ছাতার আচ্ছাদন থেকে
হয় তুমি উত্তরীয় খোলো,
নয় বেড়িয়ে এসে বসো
অশান্তির বুলেটের মাঝে;
ধৌত হও শুভ্র পদ্মজলে।।