ডুমুরের ফুল খুঁজতে ফল ছিড়ি
প্রেম যেন পদ্মপাতার পানি।
বেদনা ও কান্নার বন্দীত্ব
জলের স্রোতে বয় একাকীত্ব।

ফিনিক্স পাখীর পূনর্জন্মের
প্রবল উচ্ছ্বাসের ঝংকার,
বিরহী কোকিলের টানা আর্তনাদে
বিলীন হয় সে অহংকার!

কারো পলায়নের অপরাধী ভাবনা
বেলাশেষে উদাস পথিকের ম্ল্যান জোৎস্না
হারানো হিয়ায় নিকুন্জে আহরিত ভালোবাসা
অমাবস্যায় হারায় একরাশ চঞ্চলতা।।