পিতার আত্মা
ছেলে বেলার দিন
ফেলে হায়,
সবাইতো একদা
বড় হয়ে যায়।
বড় হয়ে ক'জনই বা
সময় সুযোগ করে,
ব্যস্ত রোজনামচায়
বাবার খবর শুধায়?
শুধু চাই চাই ভাব
আকাঙ্খার নেই যে অভাব!
নিজের আখের সময়ে যে
বাবার নেই কোনো ভাগ।
বুড়ো কালে বাবা তাই
পায়না যত্নের আস্হা,
আপোষে কজন বাবাই বা
সয় নানান হেনস্হা!
হয়তো ভুল বা
সঠিক ব্যাপার!
ক'জনে বুঝে তার
ঐ বেদনার হাহাকার?
আত্মজয় মোকাবেলায়
কেউ নিজেরে হারায়।
কবরেও দিতে মাটি
সন্তান যদি হয় নারাজ,
বাবার আত্মা তবু চায়
সন্তানের হায়াৎ দারাজ।
ধরিত্রীর অপেক্ষায় একদা
সন্তান হয় পিতা,
কর্মফলে রচে তার ;
ধারাবাহিক রোজনামচা।।