পিপাসা
রাত গভীরে জলপট্টিতে জ্বরের বেঘোরে,
যতটা জুবুথুবু হলে, মা মা করে ডাকি,
ঠিক ততটাই করি তুমুল বৃষ্টির অপেক্ষা;
একদা ভিজে মিটাবো মনের জমানো পিপাসা !
ভাল মানুষীতে ঠকার ঠ্যাকা নেইনি,
ছাড় দিয়েছি পরিবারকে !
এমন কি যে পরিবার থেকে
দলিল করে বেড়োয়, তাকেও !
একই খেয়ে পড়ে, একই বাতাসের নিঃশ্বাসে,
সুদাসলে অসম্মান দিইনি ফেরত !
হয়তো হিসেব বা গড়মিল কিছুই
বাকি রাখা হয়নি ঠিক!
এক জীবনে মিথ্যে মায়ার
আরোপিত বাঁধনে আটকে তাই,
ঘোলেও মেটে না অতৃপ্ত এ পিপাসা !