আমার মুক্তি আধাঁর আলোয়
তবুও মুর্ছনার রাগে জাগে প্রেমের উদগীরণ!
সপ্তসুর পঞ্চ সুরের মুর্ছনায়
পারিনি করতে অভিনয় বাস্তবতায়।
বিয়ের পর তোমার ঘরে এসে দেখি
বইয়ের পাতায় বা বিছানার তোষকের নীচে
সযতনে জমিয়ে রাখা আমাদের সব
প্রেমময় স্মৃতির নানান শুকনো ফুল!
যা পরে তুমি বুঝলে,সে ছিলো তোমার ভুল।
গোলাপ বকুলের সুগন্ধের ঐশ্বর্যে
ডুবে থাকতে থাকতে
মোহ কেটে তুমি হয়তো পঁচা ও শুকনোর
পার্থক্য খুঁজে পেলে!
তোমার ভুলের মাশুলে
ধীরে ধীরে স্মৃতির জীবাশ্বগুলো
আমার কাছে হলো মমি অমলিন
আর তোমার কাছে বিলীণ!
তোমার পাল্টে যাওয়া জীবন
যেন আমার বেঁচে থেকে মরন!
মুক্তি দিলেও মেলে নি সে মুক্তি
যদিও পাইনি খুঁজে কোনো যুক্তি।
যদিও অনুভবের নেই কোনো কলঙ্ক
তবুও স্মৃতিচারণে পৃথিবীর প্রলয় অদম্য।
রক্তজমাট পাষাণবেদী ভেঙ্গে ফেলে
এ যন্ত্রণার আগুন জ্বলুক কারায়।
আধাঁর ঘুচে মুক্তি মিলুক আলোয় আলোয়;
ইতিহাস হোক কোনো গল্প
জগত দেখায় জাগুক সঙ্কল্প।।