পারাপার
ভালোবেসে জীবিত মানুষ
হারিয়ে যাওয়া হলো,
পৃথিবীর তীব্রতম শোক!
পূজোর অর্ঘথালা হাতে,
কৃষ্ণ পক্ষের রাতে
সে শোক হয় অমোঘ!
মেঘের অঝোর বৃষ্টিতে বা
চাতকের তীক্ষ্ণ দৃষ্টিতে,
প্রহর গুনেছি শত বার;
খেয়া পাড়ে তরনী বা
বিশাদ লাগা ধরনী,
অপেক্ষা শুধু পারাপার।
তবুও, যদি স্মরণের
জানালায় দাঁড়িয়ে,
শুধু ডাকতো একবার?
ক্ষমা করতাম নির্দ্বিধায়।।