পাগলা ঝড়ের পর
না হয় এখন মধ্যরাত!
মাতাল হইনি কিন্তু!
না হয়, একটু বেশিই
ভালোবেসেছিলাম।
ধূপকাঠির গন্ধে
তোমার চলে যাওয়ায়
এক আধটু পাগলা নেশা!
কার কি ক্ষতি তাতে,
সন্তানটা ছাড়া ?
হয়তো আমাদের মিলন
সাজাতে সময়
আসবে না কোনো দিন!
তবুও বুঝেছি অবশেষে,
তুমি আমি কেউ না।
ঝড়ের পরিস্থিতিই শুধু
জীবনের নিয়ন্ত্রক।
অল্প বা আর কিছুকাল,
নয়তো; অনেক আকাল!
তবুও প্রার্থনা,
নিস্পাপ শিশুটা যেনো,
আর কষ্ট না পায়।
আনন্দে ভাসুক তার
স্বপ্নের বাহার!
যা কিছু বেদনার পাহাড়,
তাই শুধু হোক
মোর সম্পত্তি একার।