এ শহরে প্রচুর অভাব
কারো ভালোবাসার
কারো ভাতের,
কারো মনুষ্যত্বের।

দলীয় কন্দোল,
নারীর প্রতি জিঘাংসার;
চালক রিক্সার
কিংবা গরীব চা দোকান্দার,
কাউকে জ্বালিয়ে পুড়িয়ে,
কাউকে কুপিয়ে
দৃশ্যমান  হয় মনুষ্যত্বের অভাব ।

এ অভাবের শহরে,
ডেঙ্গু ম্যালেরিয়ার পাশাপাশি
নানান অসুস্থতার দেখি বিভৎসতা,
মিডিয়ার সুতীব্র চিৎকারে
কখনও রাষ্ট্র করে চিকিৎসা;
একে অন্যের ঘাড়ে
দোষ চাপিয়ে খোঁজে স্বস্তি,
কিন্তু তাতে যায় না
রোগের কারন ও অস্বস্তি !

কিছু ডুবন্ত মানুষের বুদবুদ বেড়োয়
কিছু অসুখ ভাসে;
চোখের সামনে জানান দেয়
উন্নতির ডোবা বাস্তবতা,
সে উন্নতি নয় শুধু
ব্রীজ বিদ্যুৎ ডিজ়িটাল
কিছু উন্নতি হয়
অমানুষ হবার হাতিয়ার!


এ শহরে মনুষ্যত্ব ও
নিঃস্বার্থতার বড় অভাব;
হোক সোনার বাংলা
সুস্থতার প্রাচুর্যে সয়লাব।