লিখতে বসে দেখি শুকিয়েছে কলমের কালি
আজ কবিতা লিখার আশায় তাই গুড়ে বালি
মানবতার অভাব আর অবিশ্বাসের ক্লান্তি কাঁপে
জীবন যেন পরে আছে নির্বিচারের ধ্বংসস্তুপে।
এ স্ট্র্যটিজি নয়তো কোনো কুফল আকস্মিক
কালের বিবর্তনে আমি এক নজরুল,শেলি,কিড্স,
আমি কাঁদি পূর্ব পূবালীতে, ঘনালে প্রলয় রব নিশ্চুপ
রক্তজমাটে শিখল পরালে,দেবোনা যে ধুন্দুবি কোপ।
এক আকাশ ভরা ব্যথা বুকে নিয়ে করি অমৃতের সন্ধান
দুঃখের সাগরে ভাসা পালছেড়া তরীর কবে হবে অবসান,
রবির চুল্লি নিভে গেলে, নীল গগণ হয় ধুম্রায়মান
অন্ধকার অপেক্ষায় রয়, হবে কবে সূর্য উদীয়মান
যে দেশে ডুবে সূর্য, সে দেশেই হয় নবীণ সূর্যোদয়
উদয়কে তাই করতে হয়, অস্ত রবির আধাঁর ভয়।