সঙ্গীহীন মানুষ অসুস্থতায় খুব অসহায়
যদিও হয় পরিবেশ, বন্ধুময় আত্মীয়তায়।
কবিতার ছন্দে বাধা ভিন্ন সূর
জীবনের অসমাপ্ত সপ্নগুলো বহুদূর
অবসাদে ঘুচে যাওয়া বিস্মৃত ঘ্রাণ
পরাজয়ের সংশয়ে প্রনয় যে ম্লান।
মনের জানালায় উঁকি দেয়া সুখ সপ্ন
বাস্তব দায়িত্বহীনতার আবেশে মগ্ন;
কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগায়?
হায়! এত কষ্ট কেন ভালবাসায়??
হে বিধাতা, তুলে নিও মোরে চলন্তাবস্থায়
চাই না দিতে কষ্ট কাউরে অসুস্থতায়।
তাই, সাহসে বা দুঃসাহসে
নেই কোনো দাবী
তবে মানবিক বিবেচনা
করি অবশ্যম্ভাবী ।।