পুরুষ যে কত জটিল হতে পারে ধাচে;
নামতে পারে রুচির শিকর কত নীচে!
অনেকের সাথে আলাপের পরে এ মন ভাবায়;
মিথ্যার ফোয়ারা জীবনে কি অপূর্বতা বাড়ায়?
অন্যের পাপের কথা করে আলোচনা
যারা ক্যাসিনোতে মদ খায়, খেলে জুয়া
বউকে বলে এক খাবার প্রতিদিন কি যায় খাওয়া?
নিজের ঘরের বউ, সন্তানের মাকে
যে খাবার আর পরনারীর সাথে তুলনায়;
আজ়ব লাগে সেসব বন্ধু, বড়ভাইয়ের চেতনায়!
যখন স্বচ্ছতার ক্যানভাসে ভাসে ভাবের মুখোশ
অভ্যন্তরে ময়লা জল, অপরাধের জং ধরা স্প্রিং
তাদের ভালো তো বাসি না, ঘৃণাও করিনা
কিন্তু বুঝি মানুষের আদলে তারা সং হিং টিং!