অন্তর্যামী
আমি ক্লান্তপ্রান এক পথিক
খুঁজে ফিরি নির্ভরতার প্রতীক;
খুঁজি এক ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে।
বহু বন্দর ঘুরে ঘুরে
খুঁজে ফিরি হৃদয়ের বাতিঘরে
কিছু সওদা করেছি দামি বা সস্তা
কখনো হেরেছি বা পেয়েছি আস্থা;
কিছু নামী বা কিছু বেনামী
জানে শুধু অন্তর্যামী।
তবু জানতে চেও না
কি আমার সুখ দুখ!
অন্তরেই থাক না সে
অপ্রকাশিত বা প্রত্যাখ্যাত
সুখ বা দুখের বৃষ্টিস্নাত প্রভাত।।