অনলে আনন্দ

দীপ জ্বেলে পিছু ডাকের
ভয় নেই কোথাও।

দুঃখের তরীতে ভেসে ভেসে,
কি খুজিঁ জানিনা কেদেঁ হেসে!

শুভাকাঙ্খীরা জানে
ভাসছি দুঃখের নদীতে,
তবুও বলে,থাকো আনন্দে।

তুমি আনন্দে থাকলেই
প্রজন্মও আনন্দ পাবে!
তোমায় দেখে শিখবে!!

আহা!
কি আনন্দ আকাশে বাতাসে;
মরার কপাল!  
আমি কি আর জানি না তা?
জানি তো!

অমন উপদেশ দিতে
আমারও ভালো লাগে।
শুধু জানি না,
দুঃখের মাঝে
আনন্দের ভাব ধরতে!

এখনও,দুঃখ কে দুঃখ,
আর সুখ কে সুখ
হিসেবে বুঝতে পারি বৈকি!
আর সে জন্যেই এত
নাস্তানাবুদ জীবন আমার!
সয়ে বেড়াই হাহাকার।

মাঝে মাঝেই ভাবি
কি হতো, জীবন রঙ্গমন্চে,
একটু করলে অভিনয়?
সে অভিনয় কি
এ দুঃখে ভাসার চেয়ে
সহজবোধ্য নয়?

আহা..
আগে বুঝতে পারিনি যে!

সবাই তা বুঝে কি দয়াময়?
তাই বলে কি,
এতটা শাস্তি দিতে হয়??

দায়িত্ব নিয়ে,
না পারি ধরতে
না পারি ছাড়তে!
কেন যে মানুষ বলে
'ছাইড়া দে মা, কাইন্দা বাচিঁ'-
তা এখন হারে হারে বুঝি।

ব্যাথাতুর এ জীবন যদি
না হতো নিরাকার,
কেমনে জানবো,
দুঃসময় কাটবে নাকি
রবে আমৃত্যু হাহাকার?