কইগো আমার মায়ের সোনার নোলক,সকাল বেলার পাখি
হারালো কোথায়;সবার আগে কুসুম বাগে উঠলো নাকি ডাকি?
যেদিন বিদেশ ঘুরে মাকে নিয়ে অনেক দূরের পথে খোকা
বীরের বেশে বলবে,দেখ তাকিয়ে যুদ্ধ কখন থেমে গেছে বোকা!
পালকী থেকে নেমে এবার কোলে তুলে নেরে মা
এখন তুই মা শান্তি সুখে নিশ্চিন্তে স্বদেশে তে ঘুমা।
হৃদয় বীণার তারে তার বাজবে না আর বেসুরে
আধাঁর ধ্বনি মিলাবে মম দিগন্তাকাশ সুদূরে
ললাটে বিদ্রোহের রাজটিকা জ্বলবে দীপ্ত জয়শ্রীর
খোদার আরশ ছেদে উন্নয়ন তব শিখর হিমাদ্রির।
বর্গীরা আজ নিখোঁজ গো মা বিলেত গেছে বলে;
রসুন ফলার সবুর শেষে এ কোন আগুন জ্বলে?
মসজিদ মন্দির গীর্জায় দলে যায় যত নিয়ম কানুন শৃঙ্খল;
শাসন ত্রাসণ সন্ত্রাস আর অগ্নিশিখা জমদগ্ধি অনিয়ম বিশৃঙ্খল।
যথা মম ললাটে রুদ্র খোদা ভগবান যিশু নিশ্চুপ জ্বলে পুরে মরে মানব;
তথা আপনার তালে নেচে চলে অশূর রাবণ এজিদ রুপী দানব।
হে মহাবিশ্ব-বিধাত্রীর সৃস্টিকর্তা
অনিয়ম বিশৃঙ্খলা রোধে পাঠাও বার্তা।
ও মোর খোদা যিশু ভগবান ক্ষ্যাপা দূর্বাশা বিশ্বমিত্র
তোমরা দেখো খেলা, করো স্নান তব ধারা জল পবিত্র
মৃত্যুর সাথে লড়ে পান্জা নিরিহ মানুষ বাচঁছে না যে আর
তাই ধর্ম রাজনীতির ঈশ্বরহীণ নগরে এত মানবতার হাহাকার
হে বিধাতা, তুমি শুধু বেঁচো না মানব মনের কল্পনার স্বপ্নে
ভোগ বিলাসিতার দর্শক সারি থেকে উঠে এসো বাস্তব কর্তব্যে।