অমূল্যের সন্ধান
নিজের মতই বাঁধি গান, সাধি সুর,
কিন্তু শোনার মানুষ কই?
হৃদয় দেখে শুধু নিজেকে আঁকি;
তবু যেন কার পথটি চেয়ে রই!
সুর্যের দিব্যি দিয়ে বলি,
পূর্ণিমার ঐ চন্দ্রিমায় ভেসে
কখনও হাসিনা বর্ষার বিলাপে,
কখনও কাঁদিনা বসন্তের রোদে;
তবু যখন কৃষ্ণচূড়ার কষ্টে রাঙ্গি,
শীতের শিশিরের বিছানায় শুয়ে,
ভিজি কুয়াশায় চুরে, তখন শুনি
বিরহী চাতকের গান ।
বুকের পাজরে তাজ মহল গড়ে
পাজরের ২০৬টি হাড় বিলিয়েও,
যদি লাগে প্রাণ, দিয়েই দেব ;
তবু যেন পাই সে অমূল্যের সন্ধান !