সময়ের সাথে বদলে যাওয়া গল্প
বহমান জীবনের ধাপ অল্প-স্বল্প।
এক যুগ আগেও ভেবেছি,
ভালোবাসা সত্যি হলে সে ফিরবে।
অর্ধযুগ আগে ভেবেছি,
না ফিরুক,একাই দেব জীবন বাকীটা কাটিয়ে।
আজ ভাবছি, একাকী পথ চলায় গেছি হাপিয়ে!
নতুনকে মানাবো অমানিশায় আলো জ্বালিয়ে।।
সঙ্গীর বড় প্রয়োজন বহমান আরও এক যুগ
যুগের পর যুগ অভিজ্ঞতার ভাবনা নয়তো হুযুগ।
দূর অমানিশার আলোর স্ফুরন যতটুক কাটায়
দিন ফুরোনোর আগেই আকন্ঠ জোয়ার ভাটায়!
তাই বলে কি অপেক্ষা আর ভাবনার সব দিন,
অযথা সময় নষ্ট আর জীবন মূল্যহীন?
দূরে থেকে কিছুই কি দিই নি এগিয়ে...
নেই কোনো কৃতজ্ঞতা আজ সন্ধ্যা বইয়ে!
তাই চলে যাবো কোনো তেপান্তর আরো দূর
খুশীতে নেচো বহমান এ তের নদী সাত সমুদ্দুর।।