অলীক ঠিকানা
কখনো কখনো
মন খোজে ঠিকানা।
কখনো বুঝি জমা হয়
অফুরনত অভিমান !
যখন তখন ভরে উঠে
হৃদয় দুঃখ ব্যাথায়…
মেঘ আর মেঘে ভেসে
শূন্যে যদি ভরে জল,
যদি নোনা সাগর পাড়ে
থাকে সে অসম্ভব নদী্,
তেমনি জমা অভিমানের
ঠিকানা খোজে নিরবধি ।
জানতে চায় সে নাবিকের
সফলতা অথবা সামুদ্রিক ঝড়ে
ডুবে যাওয়ার ইতিহাস।
অনিবার্য লিখন ,
নিদির্ষ্ট অলীক চোখ
ঠিকানা খোজে নিরবধি ।।