অদৃশ্য স্মৃতি

প্রবর্তকের ঘুরচাকায় মরছি,,
বাতাসে শোনা যায় কলরব ;
হায়, যে জীবন পাড় করছি,
সে যেন শুধু চলমান শব!

কি হবে চোখের জল ঝরিয়ে, ,
যদি আকাশ হয় মেঘহীন;
মৃত্যুর মতো সুনিশ্চিত
নিঃশব্দ নিঃসঙ্গ - শব্দহীন!

যদিওবা, মেঘ ঝরায় বৃষ্টি,
অতপরঃ রঙধনু মন ;
সূর্যালোক শূন্যতায় ভাসায়
অদৃশ্য স্মৃতি অকারণ।

আর মরীচিকা প্রেম?
সেতো এক ধুপকাঠি মাত্র!
বাতাসে ছাই ওড়ে গেলেও
পড়ে রয় শুন্য পাত্র।।