অকাল ভাদ্রে
দেখেছো কি..
এমন অনিন্দ্য শোভা কালেভদ্রে,
মেঘলা আকাশের
বৃষ্টি ঝড়ায় অকাল ভাদ্রে!
দেখেছো কি কখনও
ফাগুনের কৃষ্ণচূড়ার আগুনে..
বাউল বাতাসে বৃষ্টিস্নাত
যুগল পাখীর আকুল গানে?
অথবা চাতকের তৃষ্ণা অবগাহনে..
বৃষ্টির মোহন আবেশে,
সাগর পাহাড় অরণ্যে
যেথায় ধরা রচে মেঘ!
সেথায় বর্ণিল শুভম
খুঁজে জোড়া শালিক;
একাকী হলেই
মানব ভাবনা অদ্ভূত অলীক!
পীচঢালা পথে মেহগনির পাতা ঝরা
যেন রচে মনের আকাশের
জমা মেঘের কথকতা।
লিখে রেখো কালের এ বার্তা
ঝড়া পাতার সুখ বা দুখ..
ঠিক দেখবে..
সময়ের চাকা ঘুরলে;
অকাল ভাদ্রের বৃষ্টিই
হবে ইতিহাস একদিন!
তখন মনের খাতায় লিখা
এ আনন্দ বেদনার গান,
গাইবে না বৃষ্টিস্নাত পাখীর
যৌবণ অম্লান।।