অদ্ভূতুরে প্রতিধ্বনি
হাস্নাহেনায় নিঝুম সুরভিত আশা
মনোদুয়ারে ভাসমান অমানিশা ।
রাতে আর শুনিনা রুপকথার গালগল্প
ধুলিকনার শিশিরে শুভ্র বলাকার মৃত্যু;
নিভেছে বহু আগেই সন্ধ্যা প্রদীপ ,
জটিল নিশ্বাসে বহমান জীবন প্রদীপ ।
স্তব্ধ অতল উথাল পাথাল হৃদয়
দিশেহারা মনোহর রিনিঝিনি সময় ;
স্বপ্নহীন হৃদস্পন্দনে জ়াগে নিউরণের ঢেউ,
ফাগুনের আনন্দে যেন দুক্ষ খুঁজো না কেউ ।।